সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গাজীপুরে বন বিভাগের হয়রানির প্রতিবাদে ও নিজস্ব মালিকানাধীন জমি অবাধ ব্যবহারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করছে স্থানীয় কৃষক ও ভূমি মালিকরা।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে নগরের ভাওয়াল জাতীয় উদ্যানের সামনে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এ সময় প্রায় আধা ঘণ্টা ওই মহাসড়কের ঢাকামুখী যান চলাচল ব্যাহত হয়।
কর্মসূচি চলাকালে ক্ষতিগ্রস্ত কৃষিজমির আন্দোলন কমিটির আহ্বায়ক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ছবদের হাসান, আব্দুল খালেক ডিলার, বিল্লাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ভাওয়াল জাতীয় উদ্যানের সীমানা দেয়ালের ভেতরে স্থানীয় প্রায় পাঁচশত লোকের মালিকানাধীন প্রায় ১৫০০ বিঘা জমি রয়েছে। এসব জমি চাষাবাদ করতে গিয়ে ও নিজেদের মতো করে ব্যবহার করতে গিয়ে বিগত সময়ে মামলায় আসামি হওয়াসহ নানা ধরনের হয়রানি হয়েছেন। প্রতি মৌসুমেই ব্যাপক ক্ষতির মুখেও পড়ছেন তারা।
আরএ