সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফরিদপুরের ভাঙ্গায় নিখোঁজের তিন দিন পর খাল থেকে সারোয়ার শিকদার (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
শনিবার (২ অক্টোবর) সকালে জেলেরা মাছ ধরতে গিয়ে পাঁচকুল মাদ্রাসার সামনে খালে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরন করে।
জানা যায়, নিখোঁজ বৃদ্ধের বাড়ি চান্দ্রা ইউনিয়নের গোয়ালবেড়া গ্রামে। সে ওই গ্রামের মৃত জমির সিকদারের ছেলে।
নিখোঁজ সারোয়ার সিকদারের মেয়ে শারমিন আক্তার জানান, আমার বাবা মাদকাসক্ত ছিল এবং মানসিক ও শারীরিক ভাবে খুব দুর্বল ছিলেন ।
গত ৩১ অক্টোবর রাত ৮টার দিকে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। আমরা আত্মীয় স্বজনদের বাড়িসহ বিভিন্ন এলাকায় অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু কোথাও পাওয়া যায়নি। সকালে পাঁচকুল মাদ্রাসার সামনে খালে ভাসমান অবস্থায় বাবার মরদেহ দেখে স্থানীয়রা। পরে ভাঙ্গা থানার পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
ফরিদপুরের ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. মোকসেদুর রহমান জানান, সরোয়ার শিকদারের মরদেহ খাল থেকে উদ্ধার করেছি। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করেছি।
কে