সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র হারিচুর রহমান হারিছকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আদেশ দিয়েছে আদালত। বিএনপি নেতাকে হত্যা চেষ্টাসহ বিস্ফোরক দ্রব্যে আইনে করা মামলায় মঙ্গলবার ( ২৯ অক্টোবর) বরিশালের বিচারিক হাকিম সারাহ ফারজানা হক এ আদেশ দেন। এর আগে হারিছের গ্রেপ্তারের সংবাদে এলাকায় ঝাড়ু মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।
এদিন সকালে ঢাকার বনশ্রী এলাকা থেকে হারিচুর রহমানকে গ্রেপ্তার করে মামলার তদন্তকারী কর্মককর্তা গৌরনদী মডেল থানার এসআই আব্দুল হক সিকদার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বরিশালের বিচারিক হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
বিএনপি নেতা মিন্টু গত ৫ সেপ্টেম্বর গৌরনদী থানায় ওই মামলা করেন। ২০২১ সালের ২৭ নভেম্বর বিএনপি নেতার কাছে তিন লাখ টাকা চাঁদ দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে তাকে বেধরকভাবে মারধর করে। মামলায় নামধারী ২৪ জন ও অজ্ঞাত ৪৫ জনকে আসামি করা হয়েছে।
নির্যাতিত জনতার ব্যানারে মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী এ মিছিল করা হয়। পরে হারিছুরের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
এ কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সফিকুর রহমান শরীফ স্বপন, সদস্য সচিব ফরিদ মিয়া প্রমুখ।
এ সময় বক্তারা সাবেক মেয়র হারিছকে গৌরনদী-আগৈলঝাড়ার সন্ত্রাসের গডফাদার আখ্যায়িত করে ফাঁসির দাবি জানান।
স্থানীয়রা জানান, বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহর সেকেন্ড ইন কমান্ড হিসেবে গৌরনদীতে আলাদা পরিচিতি ছিল সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমানের।
সেই প্রভাবে দাপুটে ভাব নিয়ে এক আধিপত্য গৌরনদীতে বিরাজ রাখতো। ফলে তার বিরুদ্ধে নিজ দলীয় নেতাকর্মীরাও অবস্থান নেওয়ার সাহস পেতেন না।
এফএইচ