সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পিরোজপুরের বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর ড. মো. শহিদুল ইসলাম। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মো. সাহাবুদ্দিনের অনুমোদনক্রমে আগামী ৪ বছরের জন্য তাকে এ পদে নিয়োগ প্রদান করা হয়।
রোববার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ. এস. এম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
নিয়োগের ক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। সেগুলো হচ্ছে- রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। উপাচার্য হিসেবে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি এবং অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবিদ্যালয়, পিরোজপুরের ভাইস চ্যান্সেলর হিসাবে নিয়োগপ্রাপ্ত অধ্যাপক ড. কাজী সাঈফুদ্দিনকে ওই পদে অব্যাহতি পূর্বক তাকে তার মূল পদে যোগদানের অনুমতি প্রদান করা হয়।
প্রফেসর ড. মো. শহিদুল ইসলাম এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের ৩১তম বিভাগীয় প্রধান/চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, প্রফেসর ড. মো. শহিদুল ইসলাম উক্ত বিভাগ থেকে ১৯৮৯- এ স্নাতক এবং ১৯৯২-এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে জার্মানির গুটিনজেন বিশ্ববিদ্যালয় থেকে ২০০২-এ পিএইচ ডি ডিগ্রি লাভ করেন। আর এটি বিশ্ববিদ্যালয়টির দ্বিতীয় ভিসি নিয়োগ দেওয়া হলো।
আরএ