সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নারায়ণগঞ্জ-ঢাকা সড়কে যাত্রীবাহী বাসের ভাড়া ৫৫ টাকা থেকে কমিয়ে ৪৫ টাকা করার দাবী জানিয়ে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম নারায়ণগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করেছে।
শনিবার (২৬ অক্টোবর) সকালে সংবাদ সম্মেলনে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহবায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি জানান, আগামি ১৫ নভেম্বরের মধ্যে যৌক্তিক দাবি মানা না হলে ১৭ নভেম্বর নারায়ণগঞ্জে অর্ধবেলা হরতাল কর্মসুচি পালন করা হবে।
ঢাকা-নারায়নগঞ্জ সড়ক পরিবহন ব্যবস্থা একটি মাফিয়া চক্রের কাছে জিম্মি জানিয়ে তিনি বলেন, সরকারী প্রজ্ঞাপন অনুযায়ী ১৭কিলোমিটারের এ রুটে ৪৫টাকা ভাড়া হতে হবে। কিন্তু বাস মালিকরা এ রুটে দীর্ঘ দিন যাবৎ যাত্রীদের কাছ থেকে ৫৫টাকা আদায় করছে। এ রুটে প্রতিদিন ৬০হাজার মানুষ যাতায়াত করে। সরকার পর্যায় ক্রমে ডিজেলের দাম কমানো পরও বিআরটিএ এবং প্রশাসন এই রুটে ভাড়া সমন্বয় করছে না।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রফিউর রাব্বি বলেন, ২০১১ সালে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ২২ টাকা থেকে ৩২ টাকা বৃদ্ধির পর আন্দোলন শুরু হয়। এর কিছু আগে বন্ধন পরিবহনের মালিকপক্ষ র্যাবকে চিঠি দিয়ে জানিয়েছিল শামীম ওসমান ও নাসিম ওসমানকে কীভাবে তারা চাঁদা দেয়। ৫ আগস্টের পর গডফাদাররা পালিয়ে গেছে এ অবস্থায় আমরা চাই আর কোন গডফাদার যেন পরিবহণ সেক্টরকে জিম্মি না করে।
এসময় তিনি বাস ভাড়া কমানোর দাবিতে কর্মসূচি ঘোষণা করে উল্লেখ করেন, ২৯ অক্টোবর মঙ্গলবার বিকেল চারটায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পক্ষকাল ব্যাপি লিফলেট বিতরণ কার্যক্রম, ৫ নভেম্বর মঙ্গলবার পর্যন্ত স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহ ব্যাপি প্রচারণা ও মতবিনিময়, ১ থেকে ৯ নভেম্বর ছাত্র, শ্রমিক, শিক্ষক, নারীসহ বিভিন্ন পেশাজীবী ব্যক্তি, নাগরিক ও সংগঠনের সাথে মতবিনিময়, ৯ নভেম্বর শনিবার নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল, ১০ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ঘাট, বাজার ও পথ সভা এবং গণসংযোগ, ১৪ নভেম্বর বৃহস্পতিবার থেকে মাইকিং, ১৫ নভেম্বর শুক্রবার বিকাল তিনটায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে মহা সমাবেশ, ১৬ নভেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মশাল মিছিল আর আগামী ১৭ নভেম্বর রোববার নারায়ণগঞ্জ শহরে সকাল ৬টা থেকে দুপুর দুইটা পর্যন্ত অর্ধ-দিবস সর্বাত্মক হরতাল পালন করবে যাত্রী অধিকার সংরক্ষন ফোরাম।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন,নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট এ বি সিদ্দিক, কমিউনিষ্ট পার্টির জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আওলাদ হোসেন, বাসদ নারায়ণগঞ্জ জেলা কমিটির মহাসচিব আবু নাইম খান বিল্পব, ওয়াকার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক হিমাংশু সাহা।
এফএইচ