সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কুমিল্লা শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় তারা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কুমিল্লা জেলা শাখার নেতৃবৃন্দদের সঙ্গে মতবিনিময় এবং পূজামণ্ডপ পরিদর্শন করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লার সমন্বয়ক মোহাম্মদ সাকিব হোসাইনের নেতৃত্বে শিক্ষার্থীরা পূজামণ্ডপগুলো পরিদর্শন কেরেন। এ সময় তারা কুমিল্লার নানুয়া দিঘীরপাড়, রাজেশ্বরী কালী মন্দিরসহ প্রায় পাঁচ থেকে ছয়টি পূজামণ্ডপ পরিদর্শন করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লার সমন্বয়ক মোহাম্মদ সাকিব হোসাইন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সবগুলো পূজামণ্ডপে আমাদের প্রতিনিধি দিয়েছি। প্রায় কুমিল্লা মহানগরে ২৮০ জন স্বেচ্ছাসেবক পূজামণ্ডপে কাজ করছে। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি কখনও যেন কেউ বিনষ্ট না করতে পারে, সেদিকে আমরা সোচ্চারভাবে সজাগ আছি।
আরএ