সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নেত্রকোনা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক চেয়ারম্যান মারুফ হাসান খান অভ্রকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে রাজধানীর কলাবাগান থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল।
গ্রেপ্তারকৃত মারুফ হাসানের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুরে তাকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।
মারুফ হাসান জেলা শহরের মোক্তারপাড়া এলাকার বাসিন্দা। তার বাবা প্রয়াত তফসির উদ্দিন খান সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ছিলেন।
গত ৫ আগস্ট সরকার পতনের পর এলাকা ছেড়ে পালিয়ে যান মারুফ হাসান। পহেলা আগস্ট তার বিরুদ্ধে নাশকতার মামলা হওয়ার পর গ্রেপ্তারের চেষ্টা চালায় পুলিশ। বৃহস্পতিবার সকালে রাজধানীর কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তারে করে গোয়েন্দা পুলিশের একটি দল।
আরএ