সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নাটোরের নলডাঙ্গায় প্রায় চার লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দোয়ারী জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নলডাঙ্গা উপজেলার হালতি বিলের খাজুরা খেয়া ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে এ জালগুলো জব্দ করা হয়।
উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, দেওয়ান আকরামুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় নলডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, ওয়ারেন্ট অফিসার মো: আসাদুজ্জামানসহ সেনাবাহিনীর একটি টিম উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার বলেন, উপজেলার খাজুরা এলাকায় অভিযান চালিয়ে ৩ লাখ ৮৮ হাজার টাকা মূল্যের ১৯শ ৪০মিটার ৯৭টি চায়না দোয়ারী জাল জব্দ করা হয়। বৃষ্টির কারণে জব্দকৃত জাল বিনষ্ট করার জন্য উপজেলায় পরিষদ চত্বরে মজুদ রাখা হয়েছে।
সুবিধাজনক সময়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জনসম্মুখে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হবে বলে জানান, ওই মৎস্য কর্মকর্তা।
কে