সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ভোলায় ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনার ৩ দিন পর নিখোঁজ ২ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২২ সেপ্টম্বর) মনপুরার মেঘনা নদীর মাস্টারহাট ও চর ফয়েজউদ্দিন থেকে এ লাশ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃতরা হলেন- তজুমদ্দিন উপজেলার বেলাল মাঝি (৪১) ও মনপুরা উপজেলার আলাউদ্দিন মাঝি।
এরআগে গত ২০ সেপ্টম্বর রাতে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবিতে এ দুই জেলে নিখোঁজ ছিলেন।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ ঘটনায় মনপুরা থানায় দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। সকালের দিকে মেঘনা নদীতে জেলেদের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করেছে।
আরএ