সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
‘বউয়ের অত্যাচার সহ্য করতে না পেরে চলে গেলাম’ এমন চিরকুট লিখে বরগুনার আমতলীতে নজরুল ইসলাম নামের এক স্কুল শিক্ষক আত্মহত্যা করেছেন।
শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে প্রতিবেশীরা শিক্ষক নজরুল ইসলামকে একটি আম গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায়।
জানা গেছে, নজরুল ইসলাম বরগুনার আমতলী উপজেলার সদর ইউনিয়নের উত্তর টিয়াখালী ছোবাহান বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। আমতলী উপজেলার হরিদ্রাবাড়িয়ার নরজরুল ইসলামের সঙ্গে দেড় বছর আগে একই গ্রামের খাজিদার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল এমন দাবি তার পরিবারের। ওই দম্পতির এক বছরের একটি ছেলেসন্তান রয়েছে।
শুক্রবার দিবাগত রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির জেরে বাবার বাড়ি চলে যান খাজিদা বেগম। পরে সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা শিক্ষক নজরুল ইসলামকে গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে । পরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু দেশ টিভিকে জানান, নজরুল ইসলামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে।
অ