সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় বিজিবি’র অভিযানে জব্দ হয়েছে ৩ বোতল ভারতীয় এলএসডি (লাইসার্জিক এসিড ডাইথ্যালামাইড) মাদক। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা পালিয়ে যায়।
শনিবার (১৭ আগস্ট) বিকেলে কলারোয়া উপজেলার চান্দুড়িয়া সীমান্তের কাঁদপুর এলাকা থেকে এগুলো জব্দ করা হয়। সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হকের বিবৃতিতে বিজিবি’র গণমাধ্যম শাখা এমন তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, ভারত থেকে অবৈধ পথে এলএসডির একটি মাদকের বড় চালান আনা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে চান্দুড়িয়া বিওপি‘র নায়েব সুবেদার মো: আবু তাহের পাটোয়ারীর নেতৃত্বে বিজিবির একটি টহল দল চান্দুড়িয়া সীমান্তে অভিযান চালায়। এ সময় সীমান্তের কাঁদপুর এলাকা থেকে ১০০ মিলি গ্রামের তিন বোতল ভয়ংকর এলএসডি মাদক জব্দ করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি চক্রটি পালিয়ে যায়। বিজিবি’র দেওয়া তথ্য মতে জব্দকৃত এলএসডি মাদকের আনুমানিক মূল্য প্রায় তিন কোটি ৬০ লাখ টাকা।
এ ঘটনায় কলারোয়া থানায় সাধারণ ডায়েরীসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
অ