সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পার্শ্ববর্তী দেশ ভারতে প্রবেশকালে বরিশাল নগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক নিরব হোসেন টুটুলকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ( বিজিবি)। বৃহস্পতিবার (৮ আগস্ট) সাতক্ষীরা জেলার ভোমরা বর্ডার থেকে আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন, বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটান্যান্ট কর্নেল আশরাফুল হক।
তিনি বলেন, বৃহস্পতিবার সকালে ভারতে পালিয়ে যাওয়ার সময় ভোমরা বর্ডার থেকে নিরব হোসেন টুটুল নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। তার বিষয়ে খোঁজখবর নিয়ে জানা গেছে, তিনি বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ অনুসারী নেতা। টুটুলের বিষয়ে আইনানুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে বলে জানান তিনি।
প্রসঙ্গত গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের পর বরিশালে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসাবাড়িতে হামলা ভাঙচুর শুরু হয়। এতে আত্মগোপনে থাকতে নগরী ছেড়েছেন অধিকাংশ নেতাকর্মী।
এফএইচ