সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ডাকাতির প্রস্তুতির সময় গাজীপুরের কাশিমপুর থানাধীন লোহাকৈর থেকে তিনটি আগ্নেয়াস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার হয়েছে। বুধবার (২৯ মে) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি-উত্তর) আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান তার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ সব কথা জানান।
গ্রেপ্তাররা হলেন- পাবনার সুজানগর থানার রায়পুর ক্ষেতুপাড়া এলাকার মৃত খবির উদ্দিনের ছেলে মনির মোল্লা (৩৮), বগুড়ার গাবতলী থানার মাঝিপাড়া এলাকার মৃত লৈমুদ্দিনের ছেলে মো. বাদশা প্রমানিক (৪১) ও গাইবান্ধার সাদুল্লাপুর থানার রাঘবিন্দুরপুর এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে মো. রাশেদুল ওরফে আল আমিন (৪২)।
আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে লোহাকৈর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিয়ে একদল ডাকাত বনের ভেতর অবস্থান করছিল। খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতিতে টের পেয়ে ডাকাতরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। একপর্যায়ে পুলিশ তাদের তিনজনকে আটক করে।
তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুটি বিদেশি রিভলবার এবং ১৭টি গুলি উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে একটি হাইড্রলিক কাটার, একটি স্টিলের চাকু ও রেইনকোট জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে কাশিমপুর থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে জানিয়ে প্রেস ব্রিফিংয়ে বলা হয়, বিভিন্ন থানায় মনিরের নামে ১০টি, বাদশা প্রমাণিকের নামে তিনটি ও আল আমিনের নামে দুটি মামলা রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে আরও ছিলেন- গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শাহাদাত হোসেন, সহকারী পুলিশ কমিশনার (এসি-কোনাবাড়ী জোন) মো. আমির হোসেন, কাশিমপুর থানার ওসি মো. সানোয়ার জাহান।
এফএইচ