সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পশ্চিমবঙ্গের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ড. জ্যোৎস্না চট্টোপাধ্যায় বলেছেন, বাংলাদেশের মাটি ও জলের সঙ্গে রবীন্দ্রনাথ মিশে আছেন।
রোববার (১২ মে) বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স সেন্টারে আয়োজিত একটি আন্তর্জাতিক সেমিনারে মূল প্রবন্ধ পাঠকালে এ কথা বলেন তিনি।
ড. জ্যোৎস্না চট্টোপাধ্যায় বলেন, রবীন্দ্রনাথ জীবনের অনেকটা সময় এ অঞ্চলের বিভিন্ন জায়গায় নানা মানুষের সঙ্গে মিশেছেন, আত্মীয়তা করেছেন। এসব অভিজ্ঞতা তার সাহিত্য চর্চায় নানাভাবে প্রভাব ফেলেছে। ফলে রবীন্দ্র সাহিত্যের অনেকখানি জুড়ে বাংলাদেশের প্রকৃতি ও সংস্কৃতি স্থান লাভ করেছে।
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া। বাংলাদেশ ও ভারতের কয়েকজন কবি-সাহিত্যিকসহ প্রায় একশ’ জন অংশগ্রহণকারী সেমিনারটিতে উপস্থিত ছিলেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. বদরুজ্জামান ভূঁইয়া বলেন, যত সময় গড়াচ্ছে ততই রবীন্দ্রনাথ আমাদের কাছে অপরিহার্য হয়ে উঠছেন। তার রচিত গান, কবিতা, উপন্যাস বাংলা সাহিত্যে প্রতিনিয়ত জ্যোতি বৃদ্ধি করছে।
আরএ