সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পার্বত্য জেলা রাঙামাটির লংগদুতে কালবৈশাখী ঝড় ও বজ্রাঘাতে আয়েশা সিদ্দিকা নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার (১৭ এপ্রিল) মধ্যরাতে উপজেলার লংগদু সদর ইউনিয়নের ভাইবোনছড়া এলাকায় কালবৈশাখী ঝড় ও বজ্রসহবৃষ্টির সময় ঘরে বজ্রপাত হলে কিশোরী আয়শা সিদ্দিকা (১৩) গুরুতর আহত হয়।
পরে তাকে উদ্ধার করে স্বজনরা লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
একই ঘটনায় আহত হয়েছেন মৃত আয়েশা সিদ্দিকার মা তাজেনুর বেগম (২৯)। নানী জয়নাল খাঁর স্ত্রী হাজেরা বেগম (৭০) এবং খালাতো বোন ইউসুফ আলীর মেয়ে জেসমিন আক্তার (১৫)।
আহতদের সবাই প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে ফিরে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত আয়শা সিদ্দিকা ময়মনসিংহ থেকে তার মামা জাকির খাঁর বাড়িতে (লংগদু) গত তিন মাস আগে বেড়াতে আসে।
জাকির খাঁ চাষাবাদের জন্য বিলে অস্থায়ী ঝুপড়ি ঘরে বসবাস করতেন। বজ্রাঘাতের সময় নিহত কিশোরী আয়শা সিদ্দিকা ও আহত তিনজন ওই ঘরে অবস্থান করছিলেন।
এ বিষয়ে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ড. মামুন বলেন, বজ্রপাতের সময় জ্ঞান হারায় আয়শা সিদ্দিকা। পরে আর জ্ঞান ফিরে আসেনি। আজ ভোর পাঁচটার দিকে আয়শাকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। এ সময় পরীক্ষা করে তাকে মৃত শনাক্ত করা হয়। আর আহতরা সবাই শঙ্কামুক্ত আছেন। তারা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
জেবি