সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নারায়ণগঞ্জ শহরের শহীদনগর এলাকায় অটোরিকশার চাপায় হোসেন মিয়া (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী অটোরিকশা ভাঙচুর করে।
এ ঘটনায় অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর উপজেলার গোগনগর ইউনিয়নের শহীদনগর এলাকায় সোমবার (১৩ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত হোসেন মিয়া ওই এলাকার মেম্বার গলির ফিরোজ মিয়ার ছেলে ও বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানায়, দুপুরে নিহত হোসেন তাদের বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিলো। এ সময় দ্রুতগতির ওই অটোরিকশাটি তাকে চাপা দিলে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুর খবর শুণে তার স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী অটোরিকশাটি ভাঙচুর করে। এ সময় আটোচালকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, শিশু হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় শিশুর পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলায় আটোচালক মোশারফ (২৮) গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি পাবনার বেড়া বিজয়নগর গ্রামে। সে ভাড়া থাকেন শহীদনগর রোমান মিয়ার বাড়িতে।
এও