সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
দেশের দক্ষিণ-পশ্চিমবঙ্গের প্রবেশদ্বার হিসেবে খ্যাত পদ্মা সেতু হয়ে দক্ষিণ-পশ্চিমবঙ্গগামী যানবাহনের চাপ কিছুটা বাড়তে শুরু করেছে।
শুক্রবার থেকেই টানা ছুটি শুরু হওয়ায় এই পথ ধরে শেকড়ের টানে বাড়ি ফিরতে শুরু করেছে ঘরমুখো মানুষ।
তবে এই পথে নেই কোন ধরনের যানজট বা বিড়ম্বনা। নিবিঘ্নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে হয়ে স্বপ্নের পদ্মা সেতু পাড়ি দিচ্ছে যানবাহনগুলো। তবে দূরপাল্লার গণপরিবহনের চেয়ে ব্যক্তিগত গাড়ি বেশি দেখা গেছে।
এদিকে আজ (৫ এপ্রিল) শনিবার ভোর থেকে স্বাভাবিক সময়ের মতোই যানবাহন চলাচল করছে বলে জানিয়েছেন পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী।
তিনি জানান, শনিবার সকাল থেকে যানবাহনের তেমন চাপ নেই। কোথাও কোন বিড়ম্বনা নেই। মানুষ সহজেই পদ্মা সেতু পাড়ি দিয়ে বাড়ি ফিরছেন।
এও