সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নড়াইলে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬টি দোকান পুড়ে গিয়েছে। এতে অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) মধ্য রাতে সদর উপজেলার হবখালী ইউনিয়নের সিংঙ্গিয়া বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুড়ে যাওয়া দোকানগুলো হলো বাজারের মুদি দোকানদার আশরাফুল মোল্যা, কাঁচামাল ব্যাবসায়ী রিশান মোল্যা, চা দোকানি ওহিদুল ইসলাম, সেলুন মালিক রতন কুমার শীল, মুদি দোকানি মিন্টু বিশ্বাস, ওষুধ ব্যবসায়ী মুকুল মোল্যা।
ক্ষতিগ্রস্তরা জানান, শনিবার মধ্য রাতে সিংঙ্গিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ততক্ষণে ওই মার্কেটের ৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও তারা জানান। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সেটি এখনও কেউ নিশ্চিত করতে পারিনি।
ক্ষতিগ্রস্ত বাজারের বড় ব্যবসায়ী আশরাফুল মোল্যা বলেন, ভয়াবহ অগ্নিকাণ্ডে আমার দোকানের নগদ অর্থসহ মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সদর উপজেলার সিংঙ্গিয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক ইবাদুত বলেন, ভয়াবহ এক অগ্নিকাণ্ডে বাজারের ৬টি দোকান পুড়ে গেছে। এতে ব্যবসায়ীদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
জেবি