সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ধর্ম মানুষকে মুক্তির পথ দেখায়, শান্তির পথ দেখায় বলে মন্তব্য করেছেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। সোমবার (২৬ ফেব্রুয়ারি)) দুপুরে রাঙামাটির লংগদু উপজেলায় তিনটিলা বিনবিহারে অষ্টাবিংশতি বুদ্ধ পূজা, ধর্ম পূজা মহা সংঘদান এবং বুদ্ধপূর্তি দান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি বলেন, পৃথিবীর সব মানব ধর্ম মানুষের কল্যাণে, জগতের কল্যাণের জন্য আবির্ভূত হয়েছে। পৃথিবীতে শান্তি বজায় রাখতে হলে এক অপরের সঙ্গে সম্প্রতি বজায় রাখতে হবে বলে যোগ করেন এমপি।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবুসহ দলটির অন্যান্য নেৃতৃবৃন্দ, বিহারের ধর্মীয় গুরু এবং ভক্তরা উপস্থিত ছিলেন।
এফএইচ