দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পাটুরিয়ায় ফেরি ডুবির ৬ দিনের মধ্যে ফেরি রজনীগন্ধার সহকারী মাস্টার হুমায়ুন কবীরের (৩৯) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ফেরিডুবির স্থান থেকে ১২ কিলোমিটার ভাটিতে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাহাদুরপুর এলাকার নদী থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. হামিদ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি সকালে পাটুরিয়া ৫ নম্বর ঘাটের কাছে ৯টি ট্রাক নিয়ে ডুবে যায় ফেরিটি। ওই ঘটনায় নিখোঁজ ছিল হুমায়ুন কবীর। তার বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায়।
এফএইচ