সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের-৪ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত দলীয় প্রার্থী ও সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।
বুধবার (২৯ নভেম্বর) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হকের কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। একই দিন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত আরেক প্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। এছাড়া তৃণমূল বিএনপিসহ বিভিন্ন সতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।
মনোনয়নপত্র জমা শেষে শামীম ওসমান বলেন, আগামীতে এমপি নির্বাচিত হলে নারায়ণগঞ্জ-৪ আসনে উন্নয়নের নতুন চমক নিয়ে আসবেন বলে জানান শামীম ওসমান।
তিনি বলেন, অনেক বড় বড় কাজ এখানে হয়েছে। শতকরা ২০ ভাগ কাজ এখন বাকি। তাও হয়ে যাবে। তবে এবার এমন কিছু করতে চাই যা এলাকার মানুষ আমার মৃত্যুপরও মনে রাখবে। পাশাপাশি মাদক বন্ধ করতে চাই। পঞ্চায়েতভিত্তিক সমাজ ব্যবস্থা করতে চাই। আমার এলাকাকে নতুন বউ যেভাবে সাজে সেভাবে সাজাতে চাই।
আওয়ামী লীগের দলীয় প্রার্থী শামীম ওসমান বলেন, আমাদের চাই জনগণ যাকে খুশি ভোট দেন কিন্তু ভোট কেন্দ্রে আসেন। কারণ এটা আপনাদের অধিকার। আপনি আপনার অধিকার নষ্ট করেবেন না। ভোটকেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়ে কষ্ট হলেও ভোট দিতে আসেন। নয়তো পরে সরকারের সমালোচনা করার কোনো অধিকার আপনাদের নেই।
বিএনপিকে উদ্দেশ্য করে শামীম ওসমান বলেন, আমরা ওদের নিয়ে চিন্তা করি না। নিবার্চনের পথ পরিবর্তনের সুযোগ নেই। আমরা চিন্তা করছি অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে। আমি গ্যারান্টি দিয়ে বলতে চাই আমার এলাকায় শতভাগ সুষ্ঠু নির্বাচন হবে।
আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি মেনে চলা উচিত বলে জানিয়ে শামীম ওসমান বলেন, আমরা যদি নির্বাচনী আইন মেনে না চলি তাহলে এর দায় আমাদের দলের কাঁধে গিয়ে পড়ে। তাই দলীয় প্রার্থীদের আইন মেনে চলা কর্তব্য।
জেবি