সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
টাঙ্গাইলে ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হওয়ার আট ঘণ্টা পরও উদ্ধার করা যায়নি ক্ষতিগ্রস্ত বগিগুলো। ফলে এখনও বন্ধ রয়েছে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ।
মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে উদ্ধারকারী একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। তবে যান্ত্রিক ত্রুটির কারণে সেটিও বিকল হয়ে আছে। ফলে ম্যানুয়াল পদ্ধতিতেই জলছে উদ্ধারকাজ।
এর আগে ভোর ৪টা ৪০ মিনিটের দিকে রংপুর এক্সপ্রেস ট্রেনের একটি বগি টাঙ্গাইল সদরের বেতর এলাকায় লাইনচ্যুত হয়। এতে দুই কিলোমিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়। এখন পর্যন্ত ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে বিভিন্ন রুটের পঁচটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।
উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি ভোর ৪টা ৪০ মিনিটের দিকে সদরের বেতর এলাকায় পৌঁছালে ট্রেনের প্রথম বগিটি লাইনচ্যুত হয়। বগিটিতে যাত্রীদের মালামাল ছিল। পরে ক্ষতিগ্রস্ত ট্রেনের যাত্রীদের টাঙ্গাইল কমিউটারে ঢাকায় পাঠানো হয়। এদিকে ট্রেন উদ্ধার করতে আসা রিলিফ ট্রেনটি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়ে। রেলওয়ে কর্তৃপক্ষ ম্যানুয়াল সিস্টেমে উদ্ধারকাজ চালাচ্ছে।
বঙ্গবন্ধু সেতুপূর্ব স্টেশনমাস্টার (বুকিং) রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশনে ঢাকাগামী একতা এক্সপ্রেস, সেতু পশ্চিমে সিরাজগঞ্জ এক্সপ্রেস ও জামতৈল স্টেশনে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন ছাড়াও উত্তরবঙ্গগামী ধুমকেতু এক্সপ্রেস মির্জাপুরের মহেড়া এবং নীলসাগর এক্সপ্রেস মির্জাপুর স্টেশনে আটকা পড়েছে।
কেএইচ