সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৮ অক্টোবর) দুপুরে সমুদ্র সৈকতের জাতীয় উদ্যানসংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লাশটি সকালের জোয়ারে গভীর সমুদ্র থেকে তীরে ভেসে আসে। পরে স্থানীয়রা লাশটি ভাসতে দেখে কুয়াকাটা নৌ-পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
লাশের শরীরের উপরিভাগে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় ছিলো বলে জানায় স্থানীয়রা।
কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ দেলোয়ার হোসেন বলেন, লাশটি অর্ধগলিত হওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি। তবে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।
জেবি