সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সালাউদ্দিন মাহমুদ জাহিদ বলেছেন, আপনারা যদি একবার দ্বায়িত্ব আমার কাছে দেন, আমার সঙ্গে থাকেন, জননেত্রী শেখ হাসিনার সঙ্গে থেকে নৌকার পক্ষে থাকেন, আবারও যদি আপনারা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করেন তাহলে আগামী ৫ বছরে মানিকগঞ্জ-১ আসনের ঘিওর, দৌলতপুর, শিবালয় অঞ্চলের মানুষের এতটাই উন্নয়ন হবে পরবর্তী মতবিনিময় সভায় প্রশ্ন করার সুযোগ থাকবে না।
শনিবার (৭অক্টোবর) বিকেলে মানিকগঞ্জের ঘিওর উপজেলার নালী ইউনিয়নের সুইচগেট বাজার প্রাঙনে বর্তমান সরকারের উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রা তুলে ধরতে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এস এম জাহিদ বলেন, একজন পরীক্ষার্থী যখন পরীক্ষা দেয় তখন কেউ কি বলতে পারবে যে সে পাস করবে না ফেইল করবে? কেউ বলতে পারবে না। কিন্ত যখন ফলাফল বের হয় তখন কিন্তু প্রমাণ হয়ে যায় সে মেধাবী ছিল নাকি সে লেখাপড়ায় অমনোযোগী ছিল।
এ সময় নালী ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নারায়ণ নন্দীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, ঘিওর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ভিপি ফরহাদ, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ডা. প্রদীপ বসু প্রমুখ।
উল্লেখ্য, সালাউদ্দিন মাহমুদ জাহিদ মানিকগঞ্জ-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।
জেবি