সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পটুয়াখালীর কুয়াকাটা পর্যটনকেন্দ্রে ঘুরতে আসা পর্যটকদের চুরি হওয়া মোবাইল ফোন, ক্যামেরা ও নগদ টাকাসহ যুবককে আটক করেছে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ।
আটক হৃদয় মোল্লা কুয়াকাটা পৌর শহরের পশ্চিম কুয়াকাটা গ্রামের রশিদ মোল্লার ছেলে। শনিবার (৭ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পরিদর্শক হাসনাইন পারভেজ।
তিনি বলেন, শুক্রবার বরিশাল থেকে ৪-৫ জন পর্যটক কুয়াকাটায় ঘুরতে আসেন। পরে তারা রাখাইন মার্কেট সংলগ্ন হোটেল বিচ ডোরের ২০৪ নম্বর রুমে ওঠেন। একপর্যায়ে হৃদয়ের সঙ্গে তাদের খুব সুন্দর সম্পর্ক হয়। এই সুযোগে হৃদয় রাতে তাদের সঙ্গে ওই রুমে থেকে যান। কিন্তু ভোর হবার আগেই পর্যটকদের সঙ্গে থাকা নগদ ৩২ হাজার টাকা, ক্যামেরা ও একটি স্মার্টফোন নিয়ে দ্রুত সটকে পড়েন। এ ঘটনায় মনোজ সাহা নামের এক পর্যটক মহিপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। তাৎক্ষণিক ট্যুরিস্ট পুলিশ চুরি হওয়া মালামাল উদ্ধার এবং অভিযুক্তকে গ্রেপ্তারে মাঠে নামে। ভোর রাতের দিকেই পৌর শহরের তুলাতলি থেকে অভিযুক্ত হৃদয়কে চুরি হওয়া মোবাইল ফোন ও ক্যামেরাসহ আটক করা হয়।
এইউ