সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় নিখোঁজের ৩ দিন পর হাসানুর রহমান অপু নামে এক ব্যবসায়ীর মাটিচাপা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ অক্টোবর) সকালে জেলার নেছারাবাদ উপজেলার সমেদয়কাঠি ইউনিয়নের দক্ষিণ শেহাংগল গ্রামে রুম্মান শেখ নামে এক ব্যক্তির গরুর খড়ের গাদার পাশে লাশটি পাওয়া যায় বলে জানান পিরোজপুরের (কাউখালী-নেছারাবদ) সাকের্লের সহকারি পুলিশ সুপার সাবিহা মেহবুবা।
নিহত হাসানুর রহমান অপু (৩৫) জেলার নেছারাবাদ উপজেলার সমেদয়কাঠি ইউনিয়নের দক্ষিণ শেহাংগল গ্রামে মৃত আব্দুর জব্বারের পুত্র। অপরদিকে রুম্মান শেখ নিহত হাসানুর রহমান অপুর ব্যবসায়িক বন্ধু। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন হিসেবে রুম্মানের মা, বোন ও ভাইয়ের মেয়েকে আটক করে থানায় নিয়েছে। অভিযুক্ত রুম্মান একই গ্রামের মকবুল হোসেনের ছেলে।
প্রতিবেশী আলী হোসেন নামে এক বৃদ্ধ জানান, হাসানুর রহমান অপু রুম্মানের ব্যবসায়ীক বন্ধু। অপু রুম্মানের কাছে দশ লক্ষাধিক টাকা পেত। তাদের ভেতরে খুবই দহরম ছিল। গত ৪ অক্টোবর সকালে রুম্মানের সঙ্গে বের হয়ে সে নিখোঁজ হয়। শনিবার সকালে স্থানীয়রা রুম্মানের বাড়ির পাশে সুপারি পাড়তে গিয়ে খড়ের গাদার পাশ থেকে পচা গন্ধ পাচ্ছিলেন। তারা বিষয়টি অন্যদের জানালে তারা খুজঁতে গিয়ে অপুর লাশ দেখতে পান। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
নিহতের চাচাত ভাই মো. নজরুলল ইসলাম বলেন, হাসানুর রহমান অপু খুলনা শহরে বসবাস করতেন। স্ত্রী থাকতেন খুলনা শহরে। অপু ব্যবসার জন্য গ্রামের বাড়িতে থাকত। সে গ্রামে বসে রুম্মান শেখের সঙ্গে সুপারি ব্যবসা করত। গত ৪ অক্টোবর রুম্মানের সঙ্গে বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি। পরে ৫ অক্টোবর তার স্ত্রী খুলনা শহরের থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যাহার ডায়েরি নম্বর ৩৫৬। হাসানুর রহমান অপু প্রতিবেশী মো. রুম্মান শেখের সঙ্গে ব্যবসা বিধায় সে রুম্মানকে কিছুদিন পূর্বে আট লাখ টাকা দিয়েছিল। টাকাটা আজকাল দেওয়ার কথা বলে রুম্মান টাকা ফেরত দেয়নি। গত ৪ অক্টোবর প্রতারক রুম্মান তার ভাইকে ভুল বুঝিয়ে বাসা থেকে নিয়ে যায়। তার পর থেকে সে নিখোঁজ ছিল।
পিরোজপুরের (কাউখালী-নেছারাবদ) সাকের্লের সহকারি পুলিশ সুপার সাবিহা মেহবুব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে হাসানুর রহমান অপুকে হত্যা করা হয়েছে । এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
এম