দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সাবেক সংসদ সদস্য ও জেদ্দা মহানগর আওয়ামী পরিষদের সাবেক সভাপতি আলহাজ রহিম উল্যাহ গতকাল শুক্রবার (৭ অক্টোবর) দিনব্যাপী সোনাগাজীতে নানা কর্মসূচির মাধ্যমে ব্যস্ত সময় পার করেছেন।
তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন ইউনিয়নের হাট-বাজারগুলোতে শেখ হাসিনা সরকার ও তার পাঁচ বছরের এমপি হিসেবে দায়িত্ব পালনকালে উন্নয়নের প্রচারপত্র (লিফলেট) বিতরণ করেন।
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি প্রত্যন্তঞ্চলের সর্বস্তরের জনতার সঙ্গে মতবিনিময় করে তিনি শেখ হাসিনা সরকারের উন্নয়ন এবং তিনি এমপি থাকা অবস্থায় নির্বাচনী এলাকার উন্নয়নের খতিয়ান তুলে ধরেন।
তিনি বলেন আমি সাধারণ পরিবারের সন্তান হিসেবে সাধারণ জনগণের সঙ্গেই মিশে থাকতে চাই।
শুক্রবার সকালে তিনি মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালী বাজারের ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণের সঙ্গে খাজা আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙণে মতবিনিময় করেন।
ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ শেষে বেলা ১১টার দিকে রিয়াজ উদ্দিন মুন্সির ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণের সঙ্গে মতবিনিময় এবং লিফলেট বিতরণ করেন। মতিগঞ্জ বাসস্ট্যাণ্ড ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণের সঙ্গে মতবিনিময় করেন।
দুপুর ১২টায় কুদ্দুস মিয়ার বাজারে ব্যবসায়ীসহ সর্বস্তরের জনতার সঙ্গে মতবিনিময় ও লিফলেট বিতরণ করেন।
জুমার নামাজের পূর্বে সোনাগাজী মডেল থানা হযরত আবু বকর রা. জামে মসজিদের সর্বস্তরের মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেন।
বাদ জুমা চরচান্দিয়া ইউনিয়নের ভূঞার বাজারের সর্বস্তরের জনতার সঙ্গে মতবিনিময় করেন।
বিকালে পূর্ব বড়ধলীর মদিনা বাজার, ধান গবেষণা, দক্ষিণ পূর্ব চরচান্দিয়া, চরখোন্দকার, জেলে পাড়া, বহদ্দার হাট, সালামতের বাজার, মনগাজী ও ভৈরব চৌধুরী বাজারসহ বিভিন্ন হাটে-বাজারে তিনি সর্বস্তরের জনতার মাঝে সরকারের উন্নয়নের কথা তুলে ধরেন।
সন্ধ্যায় সালমা গার্ডেন হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবনিময় করে সরকারের উন্নয়নের পাশাপাশি তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এ তথ্য দেশবাসীর কাছে তুলে ধরার আহ্বান জানান।
এ সময় তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার কাণ্ডারি হতে চান বলে আশাবাদ ব্যক্ত করেন।
জেবি