সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ময়মনসিংহ শহরে ভ্যান-অটোরিকশার সংঘর্ষে শরীফ উদ্দিন (৫০) নামে এক কৃষকলীগ নেতার মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে নগরীর মাসকান্দা-হৃদয় মোড় সড়কে এই ঘটনা ঘটে।
নিহত শরীফ উদ্দিন নগরীর মাসকান্দা এলাকার মৃত সেকান্দার আলীর ছেলে। শরীফ উদ্দিন জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক ছিলেন।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ কামাল আকন্দ বলেন, শরীফ উদ্দিন রাত সাড়ে ৯ টার দিকে অটোরিকশা যোগে মাসকান্দা থেকে হৃদয়ের মোড়ের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানগাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে শরীফ উদ্দিন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি শাহ কামাল আকন্দ বলেন, মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। নিহতের স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এম