সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সকালে কুমিল্লা দেবিদ্বার উপজেলার হোসেনপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র নাহাকে দেখতে তার নিজ বাড়িতে গেলেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।
এ সময় রাখাল চন্দ্র নাহারকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক বীরনিবাস এবং আর্থিক সহযোগিতা তুলে দেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও কৃষক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।
ইউনিয়ন চেয়ারম্যান, সাংবাদিক ও এলাকাবাসী এই সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মিথ্যা মামলায় রাখাল চন্দ্র নাহার ফাঁসি হয়। বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম তত্ত্বাবধায়ক সরকারের আমলে তার ফাঁসি মওকুফের জন্যে সরকারের সঙ্গে নানা দেনদরবার ও আন্দোলনের করে। এরই প্রেক্ষিতে রাখাল চন্দ্র নাহার ফাঁসির দণ্ড মওকুফ করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং তারই প্রচেষ্টায় রাখাল চন্দ্র নাহা সদ্য মুক্তি পান।
জেবি