সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মল্লিকের একটি পোস্ট সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভাইরাল হয়েছে। সম্প্রতি তার নিজ আইডিতে ‘বর্তমান আওয়ামী লীগ সরকারের বিদায় ত্বরান্বিত করে নির্বাচনকালীন সরকার গঠন করে অতি দ্রুত অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সময়ের দাবি’ এমন পোস্ট দেন।
পোস্টটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। বর্তমানে এই আওয়ামী লীগ নেতাকে স্থানীয় এমপি আহসানুল ইসলাম টিটুর সঙ্গে বিভিন্ন দলীয় সভা-সমাবেশে সরব অংশগ্রহণ দেখা যাচ্ছে।
এ ব্যাপারে জানতে চাইলে সিরাজুল ইসলাম মল্লিক বলেন, পোস্টটি আমি করেছি, পরবর্তীতে এর ব্যাখ্যাও আমি দিয়েছি। কিন্তু অনেকেই বুঝে না বুঝে পোস্টটির ভুল ব্যাখ্যা করে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন।
প্রতিক্রিয়ায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার তারিকুল ইসলাম ছেন্টু বলেন, যেহেতু সিরাজুল ইসলাম মল্লিক উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সেহেতু তার নিকট থেকে এমন মন্তব্য দল প্রত্যাশা করে না। এ সময়ে এ ধরনের মন্তব্য আওয়ামী লীগের জন্য হিতকর নয়। আমি এ বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শিবলী সাদিক বলেন, সিরাজুল ইসলাম মল্লিক সব সময় আওয়ামী লীগ থেকে সুযোগ-সুবিধা নিয়েছেন। তিনি সব নির্বাচনেই নৌকার বিরোধিতা করেছেন।
এমনকি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নেতা হওয়া সত্ত্বেও বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন। ওই সময় উপজেলা আওয়ামী লীগ থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল। এবার তার স্থায়ী বহিষ্কার দাবি করছি। আওয়ামী লীগের কোনো পদে যেন না থাকতে পারে সে ব্যবস্থা গ্রহণপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করছি।
আরএ