সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নোয়াখালীর সূবর্ণচরে জুয়ার আসর থেকে আটক চার ব্যক্তি পালিয়ে গেছেন। বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে চরজব্বর ইউনিয়নের কলারহাট বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হ্যান্ডকাপসহ ওই চার ব্যক্তি পালিয়ে যান। তবে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করেছে পুলিশ।
এলাকাবাসী জানান, রাত ৯টার দিকে চরজব্বর ইউনিয়নের আবদুল্লাহ মিয়ার হাটে লুডুর সাহায্যে জুয়া খেলারত চারজনকে আটক করেন এসআই নুর হোসেন। পরে তাদের হ্যান্ডকাপ পরিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে থানায় নেওয়ার পথে কলারহাট বাজারে পৌঁছলে হ্যান্ডকাপসহ তারা পালিয়ে যান।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির পালানোর বিষয়টি কাছে নিশ্চিত করলেও হ্যান্ডকাপ নিয়ে পলায়নের বিষয়টি অস্বীকার করেন।
ওসি বলেন, এসআই নুর হোসেনের নেতৃত্বে চারজনকে আটকের পর থানায় আনার সময় তারা পালিয়ে যান। মাত্র একজন কনস্টেবল থাকায় এমন ঘটনা ঘটেছে। তবে হ্যান্ডকাপ থানায় জমা দিয়েছেন এসআই। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে পালিয়ে যাওয়া আটকদের নাম-ঠিকানা প্রকাশ করেননি ওসি।
ঘটনার বিষয়ে জানতে এসআই নুর হোসেনকে ফোন দিলেও তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
জেবি