সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফেনীর সোনাগাজীতে বাসের ধাক্কায় ছিটকে পড়ে আবদুল কাইয়ুম (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ( ৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ডাক বাংলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল কাইয়ুম উপজেলার চর দরবেশ ইউনিয়নের জমাদার বাজার এলাকার হোসেন আহমদের ছেলে। তিনি ফেনী শহরের একটি কওমী মাদরাসায় শিক্ষকতা করতেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মোটরসাইকেলযোগে বাড়ি থেকে মাদরাসায় ফিরছিলেন আবদুল কাইয়ুম। পথিমধ্যে ডাক বাংলা এলাকায় সোনাগাজীগামী যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে তার বাবা হোসেন আহমদ ও চাচা আবদুল জলিলসহ পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ ও মোটরসাইকেলটি থানায় নিয়ে যান। মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষরণে কাইয়ুম মারা যান। ঘাতক বাসটি শনাক্ত করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
আরএ