সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কুষ্টিয়াতে চলতি মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১২১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। প্রবল বর্ষণের ফলে পুরো কুষ্টিয়া শহর পানিতে ভাসছে। অফিস আদালতে পানি প্রবেশ করায় কাযর্যক্রম স্থবির হয়ে পড়েছে। শহরের রাস্তা ঘাট পানিতে ডুবে যাওয়ায় চরম ভুগান্তিতে পড়েছে জনসাধারণ।
বুধবার (৩ অক্টোবর) রাত থেকে শুরু বৃষ্টি সারাদিন চলছে থেমে থেমে। ফলে শহরের অধিকাংশ গুরুত্বপূর্ণ সড়ক তলিয়ে গেছে। থানাপাড়া, কোর্টপাড়া, আডুয়াপাড়া, কুঠিপাড়া, আমলাপাড়া, বড় বাজার, মিলপাড়াসহ সরকারী দপ্তর সড়ক ও জনপথ বিভাগ, গণপূর্ত বিভাগ, ডিসিকোর্ট, জজ কোট, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জেনারেল হাসপাতাল, মজমপুর পানিবন্দী হয়ে পড়েছে সাধারণ মানুষসহ সরকারী কর্মকর্তা কর্মচারীরা। শহরের এই জলবদ্ধতাই ক্ষুব্ধ তারা।
পৌরসভার অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, সেগুলোকে দীর্ঘদিন পরিষ্কার না করাকেই দোষছেন তারা।
কোর্টপাড়ার বাসিন্দা আনিসুল হক ক্ষোভ প্রকাশ করে বলেন, পৌরসভা শুধু ট্যাক্স আদায় নিয়ে ব্যস্ত অথচ পৌরসভার নাগরিকরা কীভাবে সুবিধা পাবে সেদিকে নজর নেই। শহরের পানি বের করার ড্রেনগুলো সঠিক সময়ে সঠিকভাবে পরিষ্কার না করায় এই জলবদ্ধার সৃষ্টি হয়েছে।
প্রথম শ্রেণির পৌরসভা হওয়া সত্ত্বেও আমরা সব দিক থেকে বঞ্চিত। বৃষ্টির পানির ফলে আমরা ঘর থেকে বের হতে পারছি না। রাস্তাঘাট ডুবে যাওয়ায় দুর্ভোগের শেষ নেই।
রিকশাচালক করিম উদ্দিন বলছেন, আমরা গরিব মানুষ, খেটে খাওয়া লাগে। তাই এত কষ্টের মধ্যেও রিকশা নিয়ে বের হয়েছি। ঝুঁকি নিয়ে রিকশা চালাতে হচ্ছে। রাস্তা ঘাটে থৈ থৈ পানি। এর মধ্যে কী রিকশা চালানো যায়।
এদিকে স্কুল-কলেজে পানি প্রবেশে করায় শিক্ষার্থীরা স্কুল-কলেজে যেতে পারছে না। চারদিকে শুধুই পানি আর পানি। প্রবল বর্ষণের ফলে মাঠঘাট ডুবে যাওয়ায় চাষিরাও পড়েছে বেকায়দায়। তবে কুষ্টিয়া কুমারখালীর আবহাওয়া অফিস বলছে, আগামীকালও চলবে এ বৃষ্টিপাত, তবে কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে।
জেবি