সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
শরীয়তপুরে জব্বার দেওয়ান নামে এক মাছ চাষির পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।
বুধবার (৪ অক্টোবর) ভোর রাতে সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের পশ্চিম সারেঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী মাছ চাষি। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মাছ চাষি জব্বার দেওয়ান ৪ জনের নাম উল্লেখ করে পালং মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
ভুক্তভোগীর লিখিত সূত্রে জানা গেছে, নড়িয়া উপজেলার হাসের কান্দি এলাকার আক্কেল দেওয়ানের ছেলে জব্বার দেওয়ান সদর উপজেলার পশ্চিম সারেঙ্গা এলাকার আব্দুল গণি খানের কাছ থেকে দুটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন। পরে ওই এলাকার সাইদ মাদবর, ফোরহাদ মাদবর, জব্বার দেওয়ানের কাছ থেকে ছোট পুকুরটি মাছ চাষ করার জন্য কিনে নেয়। এদিকে তারা বড় পুকুরটি কিনতে চাইলে জব্বার দেওয়ান তা বিক্রি করতে অস্বীকৃতি জানায়। এই নিয়ে জব্বার দেওয়ান ও সাইদ মাদবর লোকেদের সঙ্গে বিরোধ তৈরি হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে বুধবার ভোর রাতে জব্বার দেওয়ানের পুকুরে বিষ দেয়ার অভিযোগ উঠে সাইদ মাদবর, ফোরহাদ মাদবর, বিল্লাল মাদবর ও আক্তার মাদবরের বিরুদ্ধে। বিষের প্রভাবে ঘেরের রুই, কাতল, সিলভারকাপসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠে। পরে এ ঘটনায় বুধবার দুপুরে জব্বার দেওয়ান পালং থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
ভুক্তভোগী মাছ চাষী জব্বার দেওয়ান বলেন, আমি ধারদেনা করে গণি খানের কাছ থেকে দুটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ শুরু করি। এর মধ্যে ছোট পুকুরটি সাইদ মাদবর আমার কাছে থেকে কিনতে চাইলে আমি তাদের কাছে বিক্রি করি। পরে বড় পুকুরটিও তারা কিনতে চাইলে আমি আর তাদের দেইনি। এই জেদেই তারা আমার এতো বড় ক্ষতি করেছে। আমি এ ঘটনায় অভিযুক্তদের বিচার চাই। পাশাপাশি আমার ক্ষতিপূরণের দাবি জানাই।
পুকুর মালিক গণি খান বলেন, জব্বার আমার থেকে ২টি পুকুর আড়াই লাখ টাকার বিনিময়ে লিজ নিয়ে মাছ চাষ করছে। পরে জব্বারের কাছ থেকে ছোট পুকুরটি সাইদ মাদবর নিয়ে মাছ চাষ শুরু করে। আজ সকালে ঘুম থেকে উঠে পুকুরে সব মাছ মরে ভেসে উঠা দেখে জব্বারকে জানাই।
তবে ঘটনার বিষয়ে অস্বীকার করে সাইদ মাদবর বলেন, আমরা এ ধরনের কাজ করিনি বা এ সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।
এ ব্যাপারে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, এই ঘটনায় মাছ চাষি জব্বার দেওয়ান একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেবি