সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চট্টগ্রামে পুলিশের অবহেলায় থানা হেফাজতে থাকা দুর্নীতি দমন কমিশন দুদক কর্মকর্তার মৃত্যুর অভিযোগ উঠেছে। পরিবার এটা হত্যাকাণ্ড বললেও পুলিশ বলছে, ওই কর্মকর্তা আগে থেকে অসুস্থ ছিলেন। তবুও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মারা যাওয়া কর্মকর্তার নাম সৈয়দ মো. শহীদুল্লাহ। তিনি দুদকের উপ-পরিচালক ছিলেন।
একটি নারী নির্যাতন মামলায় গতকাল রাত সাড়ে ১১টার দিকে নগরীর বহদ্দারগাট মুহুরী পাড়া থেকে সাদাপোশাকে দুই এএসআই দুদক কর্মকর্তা এস এম শহীদুল্ললাহকে সিএনজি অটোরিকশা করে থানায় নিয়ে যায়।
থানায় গিয়ে শহীদুল্লাহর স্বজনরা থানায় গিয়ে ওষুধ দেওয়ার চেষ্টা করলেও পুলিশ কোনো সহযোগিতা করেনি। থানায় অবস্থা খারাপ হয়ে গেলে রাত সাড়ে ১২টার দিকে পরিবারের সদদ্যারাই শহীদুল্লাহকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা জানান তিনি মারা গেছেন।
শহীদুল্লাহর ছেলে ও স্বজনরা অভিযোগ করেন, বারবার থানায় ইনহেলার দেওয়ার অনুরোধ করলেও পুলিশ দরজা বন্ধ করে দেন। এটাকে অবহেলাজনিত হত্যাকাণ্ড বলছে শহীদুল্লাহর পরিবার।
পুলিশ বলছে, শহীদুল্লাহকে স্বাভাবিক নিয়মে পরোয়ানামূলে গ্রেপ্তার করা হয়েছে। তিনি অসুস্থ বোধ করলে তাকে পরিবারের সদস্যসহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবুও ঘটনা তদন্ত করা হবে।
২০১৮ সালে সর্বশেষ দুদুক চট্টগ্রাম কার্যালয়ে উপ-পরিচালক হিসেবে এস এম শহীদুল্লাহ অবসরে যান
জেবি