সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিদ্যুৎ সেবাখাতে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে অংশীজনের অংশগ্রহণে মতবিনিময় সভা হয়েছে। বুধবার (৪ অক্টোবর) বেলা ১১টায় পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কর্তৃপক্ষ (ওজোপাডিকো লি.) কুষ্টিয়া অঞ্চলের আয়োজনে এই মতবিনিময় সভা হয়।
এতে সভাপতিত্ব করেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহান-ই-শবনম। সেখানে প্রধান অতিথি ছিলেন ওজোপাডিকো লি. এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ এইচ এম মহিউদ্দিন, প্রকৌশলী আরিফুর রহমান।
এ সময় অংশগ্রহনকারী আবাসিক, বাণিজ্যিক ও শিল্পখাতের গ্রাহকগণ প্রযুক্তি নির্ভর ভোগান্তিমুক্ত, নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সেবায় সন্তোষ প্রকাশ করার পাশাপশি নবায়নযোগ্য বিদ্যুৎ সংযোগকে স্বল্পমূল্যে সহজতর প্রাপ্তির দাবি করেন।
সভায় উপস্থিত ছিলেন ওজোপাডিকো লি. কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ জেলার নির্বাহী প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তারা।
জেবি