দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নাটোরে দরিদ্র শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দিয়ে সহায়তা করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।
বুধবার (৪ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে কানাইখালীস্থ পুনাক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই সহায়তা প্রদান করা হয়।
সংগঠনের সভানেত্রী সোহানা তারিকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সহ-সভানেত্রী সহিমা সুলতানা, আনিকা তাসনিম, তাসলিমা আক্তার প্রমুখ।
সভানেত্রী সোহানা তারিক জানান, দরিদ্র চা বিক্রেতা রফিকুল ইসলামের মেয়ে রাফিজা আক্তার ঋতু। এবারে মহারাজা জেএন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে। কিন্তু অর্থাভাবে বই কিনতে না পারায় পড়াশোনা অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। এই খবর পেয়ে পুনাক এই শিক্ষার্থীকে সহযোগিতার উদ্যোগ নেয়। আজ পাঠ্যপুস্তকসহ ৩০ হাজার টাকার উপকরণ তার হাতে তুলে দেওয়া হয়।
তিনি আরও জানান, পুলিশ নারী কল্যাণ সংস্থা সবসময়ই দু:স্থ দরিদ্র মানুষের পাশে থেকে সেবা করে আসছে। এমনকি যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের যথাসাধ্য সহযোগিতা করে আসছে।
জেবি