সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বৈরি আবহাওয়া কেটে যাওয়ায় দুইদিন পর প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে আটকরা পড়া দুই শতাধিক পর্যটকসহ প্রায় ছয়শ’ পর্যটক নিরাপদে টেকনাফ ফিরেছেন।
সোমবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেন্টমার্টিন থেকে টেকনাফের দমদমিয়া জেটি ঘাটে এসে পৌঁছে এমভি বার আউলিয়া নামের জাহাজটি। নিরাপদে পর্যটকরা টেকনাফ পৌঁছার সঙ্গে সঙ্গে শুরু হয় মুষলধারে বৃষ্টি। আর সেই বৃষ্টিতে ভিজে ভিজে পর্যটকরা জাহাজ থেকে নেমে আসেন।
বার আউলিয়া জাহাজের পরিচালক হোসাইনুল ইসলাম বাহাদুর এ তথ্য নিশ্চিত করে জানান, নিরাপদে পর্যটকরা ফিরেছেন। তবে ফিরেই বৃষ্টিস্নাত হয়েছেন। সোমবার সকালে ৩৮৮জন পর্যটক নিয়ে তাদের জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে রওনা করে। দুপুর সাড়ে ১২ টায় সেন্টমার্টিনে পৌঁছে। সেন্টমার্টিন থেকে বিকাল সাড়ে ৩ টায় টেকনাফের উদ্দেশে যাত্রা দিয়ে সন্ধ্যা সাড়ে ৬ টায় টেকনাফ এসে পৌঁছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সাগর উত্তাল থাকায় গত শনি ও রোববার দুইদিন এই নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। এতে গত বৃহস্পতি ও শুক্রবার সেন্টমার্টিন ভ্রমণে যাওয়া দুই শতাধিক পর্যটক আটকা পড়েছিলেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, আবহাওয়া পরিস্থিতি অনুকূলে আসায় জাহাজ সেন্টমার্টিন গিয়েছিল। পর্যটকরা নিরাপদে ফিরেছেন।
ইউএনও বলেন, বিশ্ব পর্যটন দিবসকে সামনে রেখে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াতের জন্য এমভি বার আউলিয়া নামের একটি জাহাজ এক সপ্তাহের জন্য অনুমোদন দেওয়া হয়েছিল। আবহাওয়া পরিস্থিতির ওপর জাহাজ চলাচল নির্ভর করবে।
জেডএ