সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাগেরহাটের রামপালে কেক কাটা, আলোচনাসভার মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সন্ন্যাসী বাজার এলাকায় আলোচনা সভার আয়োজন করা হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবর তালুদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দে পালের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তাঁতীলীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগ নেতা তালুকদার আব্দুল বাকী।
এছাড়া আলোচনা সভায় মল্লিকেরবেড় ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বক্তব্য রাখেন। আলোচনাসভা শেষে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিলাদ ও দোয়া শেষে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করে।
এইউ