দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নিখোঁজের ৪ মাস পেরিয়ে গেলেও আজো সন্ধান মেলেনি জান্নাতুল ফেরদৌস আঁখি (১৭) নামের এক কিশোরীর। থানায় নিখোঁজের ডায়েরি করেও কোনো লাভ হচ্ছে না পরিবারের। তবে কোনো উপায় না পেয়ে মেয়েকে ফিরে পেতে র্যাবে লিখিত অভিযোগ দিয়েছেন মেয়ের মা সুফিয়া বেগম।
নিখোঁজ আখি শিল্পাঞ্চল আশুলিয়ার কাঠালতলা এলাকার আলমগীর হোসেনের মেয়ে। সে তার বাবা-মায়ের সঙ্গে বাসায় থাকতো।
নিখোঁজের পরিবার সূত্রে জানা গেছে, গত ১৩ মে আশুলিয়ার কাঠালতলার বাসা থেকে কাউকে কিছু না বলে বের হয়ে আর ফিরেনি আঁখি। বিভিন্ন স্থানে খোঁজাখোঁজি করেও তাকে না পেয়ে পরে ১২ জুন আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন আঁখির মা সুফিয়া বেগম। জিডির চার মাস পেরিয়ে গেলেও এখনো তার সন্ধান মেলেনি। পরে কোনো উপায় না পেয়ে র্যাব-৪ এ একটি লিখিত অভিযোগ দেন।
আশুলিয়া থানার এসআই এমদাদ হোসেন বলেন, ধারণা করা হচ্ছে মেয়েটির কারও সঙ্গে সম্পর্ক রয়েছে। হয়তো তার সঙ্গেই চলে গেছে। তবে কার সঙ্গে গেছে সেটা এখনো শনাক্ত করা যায়নি। সন্ধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এম