সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পটুয়াখালীতে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা হয়েছে।
মঙ্গলবার (১৮সেপ্টেম্বর) দুপুর টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলসভাপতিত্বে জনঅবহিতকরন সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ তথ্য কমিশনের প্রধন তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক।
স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ আবদুল্লাহ সাদীদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য কমিশনের পরিচালক (প্রশাসন) ড. মো. আব্দুল হাকিম, পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান, মেয়র মহিউদ্দিন আহম্মেদ, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম সরোয়ার, রাঙ্গাবালী উপজেলার পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো. মো. দেলোয়ার হোসেন, পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নুরুল আমিন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যক্ষ আমিনুল ইসলাম সিরাজ, পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জালাল আহমেদ।
সভায় প্রধান অতিথি ডক্টর আবদুল মালেক বলেছেন উন্নয়ন, গণতন্ত্র, সুশাসন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তথ্য অধিকার আইন ২০০৯ অত্যাবশ্যক। এ আইন সম্পর্কে জনগণকে সচেতন করতে সরকার কাজ করছে। এ ব্যাপারে আমাদের সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
জেবি