সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাজধানীর খিলগাঁও থানার নবীনবাগ বড়বাড়ি এলাকায় নাসির বিশ্বাস (১৯) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। স্ত্রীর সঙ্গে অভিমান করে ওই যুবক গলায় ফাঁস দিয়েছে বলে ধারণা পুলিশের।
বুধবার (২ আগস্ট) ভোরের দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা গেছে, নাসির বিশ্বাস পেশায় একজন সুইপার। গত কয়েকদিন ধরে তিনি জ্বরে ভোগছিলেন। মঙ্গলবার রাতে তার স্ত্রী তাকে বারবার খেতে বলায় সে স্ত্রীকে মারধর করে। পরে স্ত্রী রাগ করে করে তার বাপের বাড়ি চলে যায়। এ সময় নাসির তাকে বলে তুমি না আসলে আমি আত্মহত্যা করব।
এ বিষয়ে খিলগাঁও থানার এসআই আব্দুল্লাহ আল হাসান বলেন, এলাকাবাসী আমাদের খবর দিলে আমরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, স্ত্রীর সঙ্গে অভিমান করেই ওই যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
আরএ