সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাজধানীর গুলিস্তানের শহীদ মতিউর পার্কে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের নিয়ে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে হকারদের ভাসমান গাড়ি ডাম্পিং করে সিটি করপোরেশন। তবে হকারদের দাবি, দীর্ঘ ছয় মাস ধরেই দিনপ্রতি ৫০ টাকার রসিদ কেটে মালামাল রাখেন পার্কে। আর সকালের এই উচ্ছেদ অভিযানে অনেক হকার খুইয়েছেন ভ্যান, হারিয়েছেন বিক্রির মালামাল।
এদিকে পার্কিং ফি-এর মাধ্যমে হকারদের ভাসমান গাড়ি ও মালামাল রাখার কথাটি অস্বীকার করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। সংস্থাটি জানায়, সিটি করপোরেশনের নাম ব্যবহার করে হকারদের জিনিসপত্র রাখলে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সড়কে অভিযান করার কথা থাকলেও হকারদের ভাসমান ট্রলির খোঁজে পার্কে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানায় ঢাকা মহানগর ট্রাফিকের দায়িত্বে থাকা অতিরিক্ত কমিশনার।
তিনি আরও জানান, টাকার বিনিময়ে সড়কে বসা হকারদের আশ্রয় দিলে ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর সড়কগুলো হকারমুক্ত করতে নিয়মিত অভিযান চলমান থাকবে।
অ