সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সন্ত্রাসবিরোধী সক্ষমতা বাড়াতে চলমান সহযোগিতা ও অংশীদারিত্বের অংশ হিসেবে যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভলভমেন্ট অফিসের একটি প্রতিনিধি দল সিটিটিসি প্রধান মো. মাসুদ করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (১১ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) কার্যালয়ে যুক্তরাজ্যের যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভলভমেন্ট অফিসের মি. ক্রিস ফেল্টনের নেতৃত্বে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাতকালে মি. ক্রিস ফেল্টন সিটিটিসি কর্মকর্তাদের কর্মদক্ষতা বৃদ্ধি, সন্ত্রাসবাদ ও আন্তর্জাতিক অপরাধ মোকাবেলায় বিভিন্ন বিশেষ প্রশিক্ষণ প্রদানের ধারাবাহিকতা বজায় রাখতে আগ্রহ প্রকাশ করেন। সৌহার্দ্যপূর্ণ আলোচনায় সন্ত্রাসবাদ, সাইবার ক্রাইম, ট্রান্সন্যাশনাল ক্রাইম ও মানিলন্ডারিংয়ের মতো অপরাধ প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।
এফএইচ