সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাজধানীতে ফাঁকা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোরেলের পিলারের সঙ্গে সেফটি এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের ধাক্কা লেগেছে। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর ১টার দিকে আগারগাঁও মেট্রোরেল স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে।
যাত্রীদের অভিযোগ, অতিরিক্ত গতির কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে যায় মিরপুর থেকে নিউমার্কেট-আজিমপুরগামী সেফটি এন্টারপ্রাইজের বাসটি। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে।
কাফরুল থানার এসআই আব্দুর রশিদ জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বাসটির চালক এবং হেলপার পলাতক। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তিনি জানান, পরবর্তীতে গাড়ির চালক এবং হেলপারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এও