সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাজধানীর আকাশ সকাল থেকেই মেঘলা। ভোর থেকে বৃষ্টিও হয়েছে কিছুটা। আবহাওয়া অধিদপ্তর বলেছে, রাজধানীতে বৃষ্টি আরও হতে পারে। মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বাড়তে পারে। এ বৃষ্টি থাকতে পারে আগামী মাসের অন্তত প্রথম চার দিন।
এ মাসের শুরুতে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, এ মাসে স্বাভাবিক বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বৃষ্টি হতে পারে স্বাভাবিকের চেয়ে বেশি। গত আগস্ট মাসে স্বাভাবিকের চেয়ে ৪৬ শতাংশ বেশি বৃষ্টি হয়েছিল। বেশি বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে ২০ আগস্টের ২০ পর থেকে দেশের দক্ষিণ–পূর্ব ও উত্তর–পূর্বাঞ্চলের অন্তত ১১ জেলায় বন্যার সৃষ্টি হয়।
এরপর অবশ্য বৃষ্টি কমে যায়। চলতি মাসের শুরু থেকে বৃষ্টি যেমন বেড়েছে, তেমনি প্রচণ্ড গরমও পড়েছিল। কোনো কোনো দিন দেশের ২০ থেকে ২২টি জেলায় মৃদু তাপপ্রবাহও বয়ে গেছে। বৃষ্টি ও গরমের মধ্যেই মাস কেটেছে। আবার বৃষ্টি বাড়তে শুরু করেছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল থেকে বৃষ্টি বাড়তে পারে। এ অবস্থা আগামী মাসের ৪ তারিখ পর্যন্ত থাকতে পারে।
গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় সিলেটে, ১২২ মিলিমিটার। তবে গতকাল দেশের বেশির ভাগ স্থানই ছিল বৃষ্টিহীন। দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় মৃদু তাপপ্রবাহও বয়ে যায়। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় মোংলায়, ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
কে