সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
দেশের বিভিন্ন এলাকায় টানা বর্ষণে বন্যা পরিস্থিতি দেখা দিচ্ছে। এছাড়া অনেক এলাকা বৃষ্টি থামছেই না। এতে কর্মজীবী ও সাধারণ মানুষ পড়েছে দুর্ভোগে। আরও দুইদিন টানা বর্ষণের পর বৃষ্টির পরিধি কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (১৯ জুন) আবহাওয়াবিদ আবদুর রহমান খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আবদুর রহমান বলেন, দুইদিন পর বৃষ্টিপাতের পরিধি কমে আসার সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত সিলেট এবং চট্টগ্রাম অঞ্চলে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হচ্ছে। কখনও কখনও থেমে থেমে, আবার কখনও কখনও মুশলধারে অব্যাহতভাবে বৃষ্টিপাত হচ্ছে। এ ধারা আগামী আরও দুইদিন থাকবে।
তিনি আরও বলেন, দুইদিন পর বৃষ্টিপাতের পরিধি কমে আসার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত বাড়তে পারে বলেও জানিয়েছেন তিনি।
এই আবহাওয়াবিদ বলেন, গত ২৪ ঘণ্টায় নেত্রকোনায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে নেত্রকোনায় ১৯৯ মিলিমিটার। এছাড়া সিলেটে বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে ১০০ মিলিমিটার। আর সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৫৪ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে।
এছাড়া রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টি রেকর্ড করা হয়েছে বলেও জানান তিনি।
আরএ