সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
শ্রীলঙ্কার ক্রিকেটের বহু জয়ের সাক্ষী পার্সি আবিসেকেরা। দলের হার কিংবা জয়, সব সময় তাকে মাঠে দেখা যায়। ম্যাচ শেষে ছুটে দেখা যায় মাঠে। দেশে তো বটেই, বিদেশেও ছুটে গেছেন দেশকে সমর্থন জোগাতে। তবে বেশ লম্বা সময় ধরেই তিনি অনুপস্থিত গ্যালারীতে।
ঘরের মাঠে এশিয়া কাপের ফাইনাল খেলেছে শ্রীলঙ্কা। অথচ পার্সিকে দেখা যায়নি মাঠে। পরে জানা যায় শারীরিক অসুস্থতার কারণে তিনি মাঠে আসতে পারেন না। ৮৭ বছর বয়সী এই বর্ষীয়ান সমর্থককে মাঠে না পেয়ে দেশটির ক্রিকেট বোর্ড খোঁজ নিয়েছে।
শুধু খোঁজই নেয়নি, তার পাশে দাঁড়িয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। তার খোঁজখবর নিতে বাসায় গিয়েছিলেন এসএলসির সম্মানিত সচিব মোহন দা সিলভা। এসময় তিনি পার্সিকে চিকিৎসার জন্য ৫০ লাখ শ্রীলঙ্কান রুপি দেন এসএলসি’র পক্ষ থেকে। এসএলসির নির্বাহী কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে, যার প্রধান আবার বোর্ডের সভাপতি শাম্মি সিলভা।
এসএলসির সম্মানিত সচিব মোহন দা সিলভা বলেছেন, ‘চিয়ারলিডার হিসেবে শ্রীলঙ্কান ক্রিকেটে পার্সির অবদানের কোনো তুলনা নেই। তিনি খেলোয়াড়দের শক্তি ও প্রেরণার আধার। এখন তাঁর ভালো থাকার জন্য তাঁকে কিছু ফিরিয়ে দেওয়ার সময় হয়েছে আমাদের।’
এমআর/
মন্তব্য করুন