সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রোববার বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। নির্দিষ্ট সময়ের মধ্যে ফিট না হতে পারায় বিশ্বকাপের দলে জায়গা হয়নি জোফরা আর্চারের। তবে আজ সোমবার জানা গেল বিশ্বকাপ দলে না থাকলেও দলের সঙ্গে ভারতে আসবেন এই ফাস্ট বোলার।
যদিও সেটা বিশ্বকাপ দলের অংশ হিসেবে নয়, বোর্ডের খরচে ট্রাভেলিং রিজার্ভ খেলয়াড় হিসেবে ভারত যাবেন আর্চার।
লম্বা সময় ধরে চোটের কারণে দলের বাইরে ছিলেন আর্চার। কিছুটা ফিট হয়ে সবশেষ আইপিএলে খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। কিন্তু বিধি বাম। আইপিএল খেলার সময় আবারো ইনজুরিতে পড়ে ফিরে যান দেশে।
সেই ইনজুরির কারণে বাদ পড়েন অ্যাশেজ সিরিজের দল থেকে। তবে বিশ্বকাপের বিবেচনায় থাকায় ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষের সিরিজ চলাকালিন তাকে নেটে বোলিং করায় টিম ম্যানেজমেন্ট।
আর্চারকে দলের সঙ্গে রাখার বিষয়ে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাচক লুক রাইট জানিয়েছেন, আমরা সর্বাত্মক চেষ্টা করছি আর্চারকে দ্রুত আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতে। যাতে করে বিশ্বকাপ চলাকালীন কেউ যদি ইনজুরিতে পড়ে তাহলে তার বিকল্প হিসেবে যেন তাকে খেলানো যায়।
ট্রাভেলিং রিজার্ভ হিসেবে ভারতে দলের সঙ্গে থেকে পুনর্বাসন প্রক্রিয়ায় অংশ নিয়ে প্রস্তুত হবেন জোফরা। ২০১৯ ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতাতে দারুণ ভুমিকা ছিল আর্চারের। ১১ ইনিংসে ২৩.০৫ গড়ে উইকেট নিয়েছিলেন ২০টি। ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে সুপার ওভারেও দারুণ বোলিং করেছিলেন এবং ১৫ রান তাড়া করে দলকে বিশ্বকাপ জিতিয়েছিলেন।
এমআর/
মন্তব্য করুন