সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচের সূচি চূড়ান্ত হয়েছিল আগেই। তবে দুই দাপে অনুষ্ঠিত হবে ওয়ানডে ও টেস্ট সিরিজ। ওয়ানডে সিরিজ খেলতে এরিমধ্যে ঢাকায় চলে এসেছে কিউইরা। আগামী ২১ তারিখ থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ।
এরপর বিশ্বকাপ শেষে আগামী ২৮ নভেম্বর থেকে প্রথম টেস্ট ও ৬ ডিসেম্বর থেকে দ্বিতীয় টেস্ট খেলবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। ওয়ানডের ভেন্যু জানানো হলেও টেস্ট সিরিজের ভেন্যু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
অবশেষে টেস্ট সিরিজের ভেন্যুও জানিয়েছে বিসিবি। আজ সোমবার ওয়ানডে সিরিজের টাইটেল স্পন্সরের নাম ঘোষণার দিন জানানো হয়েছে টেস্ট দুটির ভেন্যুও।
কিউইদের বিপক্ষে প্রথম টেস্ট হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। এর আগে সবশেষ ২০১৮ সালের ৩ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দিয়ে দেশের সপ্তম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হয় সিলেট স্টেডিয়ামের। দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে ৬ ডিসেম্বর থেকে।
তারিখ |
সূচী |
ভেন্যু |
২১ সেপ্টেম্বর |
প্রথম ওয়ানডে (দুপুর ২টা) |
শের ই বাংলা স্টেডিয়াম, মিরপুর |
২৩ সেপ্টেম্বর |
দ্বিতীয় ওয়ানডে (দুপুর ২টা) |
শের ই বাংলা স্টেডিয়াম, মিরপুর |
২৬ সেপ্টেম্বর |
তৃতীয় ওয়ানডে (দুপুর ২টা) |
শের ই বাংলা স্টেডিয়াম, মিরপুর |
২৩-২৪ নভেম্বর |
দুই দিনের প্রস্তুতি ম্যাচ |
চূড়ান্ত হয়নি |
২৮ নভেম্বর – ২ ডিসেম্বর |
প্রথম টেস্ট |
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম |
৬-১০ ডিসেম্বর |
দ্বিতীয় টেস্ট |
শের ই বাংলা স্টেডিয়াম, মিরপুর |
এমআর/
মন্তব্য করুন